ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানকে বরণে প্রস্তুত রাজশাহী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ২৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহী। তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাজশাহীসহ তিনটি জেলার সমন্বয়ে এই নির্বাচনী জনসভা আয়োজন করা হয়েছে।

রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। বুধবার বিকেলে মাঠে প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মিনু জানান, রাজশাহীর এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সর্বশেষ ২০১৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রেখে ছিলেন বিএনপির সাবেক চেয়ারম্যান প্রয়াত বেগম খালেদা জিয়া। ১৭ বছর পর সেই মাঠে ভাষণ দিনে তার ছেলে তারেক রহমান। রাজশাহীতে এটি তার দ্বিতীয় সফর। এর আগে ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মেলনে যোগ দিতে রাজশাহী এসেছিলেন তারেক রহমান।

মিজানুর রহমান মিনু বলেন, ‘‘রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ -এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত হয়েছে এই নির্বাচনী জনসভা। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির ১৩ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।’’

তিনি বলেন, ‘‘দেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তার এই সফর দলের নেতাকর্মীসহ এ অঞ্চলের  মানুষকে আরও উজ্জীবিত করবে। যার ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনী বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।’’

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে পৌছার কথা। তবে তারেক রহমানের জন্য পথে পথে অপেক্ষায় থাকবেন হাজারও নেতাকর্মী।

তিনি বলেন, ‘‘রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন। নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। বগুড়ায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা।’’

এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে এখন উজ্জীবিত এ অঞ্চলের দলের নেতাকর্মীরা। বিকেলে রাজশাহীর বাটার মোড় থেকে জনসভা সফল করতে প্রচার মিছির বের করা হয়।

রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসন থেকে মনোনয়ন বঞ্চিত নেতা রায়হানুল হক রায়হান বলেন, ‘‘মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের কিছু সমর্থকদের মধ্যে এখনো ক্ষোভ-হতাশা রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সফরে তাদের সেই ক্ষোভ হতাশা কেটে যাবে। পার্টির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনী মাঠে নামবেন।’’

অপরদিকে, তারেক রহমানের সফল কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরে ডগ-স্কোয়াড ও মেটাল ডিটেকটর মেশন নিয়ে মঞ্চসহ জনসভা স্থল ক্যান করে র‌্যাবের একটি টিম। এ ছাড়াও নগরীজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। জনসভাস্থনে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি